আমেরিকান অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ নতুন সম্পর্কে জাড়াতে চলেছেন। এমন খবরে মুখর হলিউড অঙ্গণ।
গত শনিবার রাতে চেলসা হ্যান্ডলার একটি অনুষ্ঠানে সেলেনা গোমেজ এবং অরল্যান্ডো ব্লুমকে একসঙ্গে হাজির হতে দেখা গেছে।
সূত্র জানায়, একটি অনুষ্ঠানে তাদের দুইজনকে একই গাড়িতে আসতে দেখা যায় এবং পরে তারা একই সঙ্গে জায়গা ত্যাগ করেন। এর আগে তাদের দুইজনকে কখনো একসঙ্গে সংযুক্ত হতে দেখা যায়নি।
অরল্যান্ডো ব্লুম তার সুপার মডেল স্ত্রী মিরান্ডার কেরকে সমঝোতার ভিত্তিতে তালাক দিতে যাচ্ছেন। আর এদিকে সেলেনা গোমেজের সঙ্গে বিবারের সম্পর্কটাও ভালো যাচ্ছে না। আর এমন সময় দুজনকেই বেশির ভাগ সময় একসাথে কাটাতে দেখা যাচ্ছে আর এই থেকে ধারনা করা হচ্ছে সেলেনা গোমেজ এবং অরল্যান্ডো ব্লুম প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।