অভিনয় কেমন চলছে?
এরই মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছি আমি। তার মধ্যে রয়েছে 'ভালোবাসা কারে কয়', তোমার অরণ্য দিনে, চন্দ্রাবতী, ঠিকানা জানা নেই, জল ফরিঙের গান ও রঙ।
চলচ্চিত্রে অভিনয়ের কী অবস্থা?
বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ শেষ করেছি আমি। এর মধ্যে এ বছর মুক্তি পাবে শাহ আলম কিরণের 'একাত্তরের মা জননী', ইসমত আরা চৌধুরীর শান্তির 'মায়ানগর'। দুটো ছবিতেই কো-আর্টিস্ট হিসেবে নিপুণ আপুকে পেয়েছি। এককথায় তিনি অসম্ভব হেল্পফুল পাশাপাশি অন্যদের হেল্পটুকুও কোনো অংশে কম ছিল না। আর মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমনের 'কেউ কথা রাখেনি', মুস্তাফিজুর রহমান বাবুর 'কপোতাক্ষের কান্না', নার্গিস আক্তারের 'যৈবতী কন্যার মন' ও প্রশান্ত অধিকারীর 'হাডসনের বন্দুক'। এ ছাড়া সম্প্রতি আরও কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হচ্ছে।
কোনো বিজ্ঞাপনে কাজ করছেন?
এরই মধ্যে আমি দুটি বিজ্ঞাপনে কাজ শেষ করেছি। এসএমসির বাল্যবিবাহ প্রতিরোধক একটি বিজ্ঞাপন আরেকটি প্রাণ দুধের। আরও কিছু বিজ্ঞাপনের কথা চলছে।
ক্রিকেট ছেড়ে অভিনয়ে আসার গল্পটা বলুন?
আমি টানা দেড় বছর বাংলাদেশ মহিলা জাতীয় দলের সদস্য হিসেবে ক্রিকেট খেলার পর আবার ২০১০ সালে আমি জায়গা পাই জাতীয় দলে। এরপর ইনজুরির শিকার হয়ে ক্রিকেট থেকে বিদায় নিয়ে যোগ দিই মিডিয়াতে।
আপনি মঞ্চেও কাজ করেছেন অনেক দিন, তাই না?
হ্যাঁ, ছোটবেলা থেকেই বগুড়া থিয়েটারের হয়ে মঞ্চে কাজ করেছি আমি। মঞ্চে আমার প্রথম নাটক নুরুলদিনের সারাজীবন। এরপর অভিনয় করেছি কোর্ট মার্শাল, মাকড়সা, কৈবত বিদ্রোহ নাটকে। পরে নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ঢাকা থিয়েটারের হয়ে যৈবতী কন্যার মন নাটকেও অভিনয় করেছি আমি। আর ছোটপর্দায় আমার প্রথম কাজ আহসান হাবিবের ভূতের গল্প। এরপর একে একে অভিনয় করি শহীদুজ্জামান সেলিমের ডিবি, মঞ্জুরুল আলমের বনসবুজের তৃষ্ণা, মাহফুজ আহমেদের মাগো তোমার জন্য, জিএম সৈকতের চিত্রজগৎ, সকাল আহমেদের প্রবাসে পরবাসে, বেলাল আহমেদের যেখানে স্বপ্নের দেশ, ইমরান হোসেন ইমুর পাখি, আশিকুর রহমানের গ্যাংস্টার, এসএ হক অলিকের কুটুম আসছে, মাইনুল হোসেন খোকনের জীবন সংসার নাটকে।
কোন পর্দায় আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
সবারই আশা থাকে উপরের দিকে যাওয়ার। বড়পর্দায় বেশি বেশি কাজের সুযোগ হলে সেদিকেই থাকতে চাই। আর সবচেয়ে বড় কথা আমি একজন অভিনেত্রী হতে চাই। আর এখন অভিনই আমার সব। আমি এরই মধ্যে ফাইট ও নাচের ক্লাস করছি। অভিনয়ের জন্য যা যা করা দরকার আমি তাই করছি।
- আলী আফতাব