ঢালিউডের গতানুগতিক চলচ্চিত্র ধারা বদলে দিতে সাম্প্রতিককালে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ফিল্মপাড়ায়। নিত্যনতুন নবাগতদের পদচারণা মুখরিত হচ্ছে এফডিসি প্রাঙ্গণ। কেউ অভিনয় করে কেউবা আবার শুধু ছবির ঘোষণা দিয়ে আনন্দ পান। এ তালিকায় এগিয়ে রয়েছেন আলিশা প্রধান। তাই তো কেউ কেউ তাকে আলিশা প্রধান নয়, আলিশা মহরত বলে ডাকছেন। গত বছর থেকেই শোনা যাচ্ছিল মডেল আলিশা প্রধান চলচ্চিত্রে অভিনয় করছেন এবং শীঘ্রই বড়পর্দায় আসছেন। কিন্তু চলতি বছরের চার মাস প্রায় গত হতে চলেছে। এখনো আলিশার ছবির টিকিটিরও দেখা নেই। এরই মধ্যে আবার পাঁচটি ছবি প্রযোজনারও ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্যে চাষী নজরুল ইসলামের পরিচালনায় 'অন্তরঙ্গ' চলচ্চিত্রের কাজ শুরু হলেও বাকি পাঁচটির কোনো খবর নেই। এ পর্যন্ত প্রায় ডজনখানেক ছবিতে কাজ করছেন বলে বিভিন্ন মিডিয়ায় জানিয়েছেন তিনি। তবে এগুলো তার নিজের কথা। সবচেয়ে মজার কথা এসব ছবির অর্ধেকই নাকি তার প্রযোজনায়। তবে ভুল যদি হয় এ ছবিটির কাজ নাকি শেষের পথে। হয়তো এ ছবিটি বড়পর্দায় উঠতে পারে। বাকি ছবি নিয়ে কোনো রকম আশা দেখছেন না চলচ্চিত্র বোদ্ধারা।