তিনি লিপি তালুকদার। সিলেট বেতারের রবীন্দ্রসংগীতের একজন নিয়মিত শিল্পী। ১৯৯৯ সালে অডিশনের মাধ্যমে তিনি সিলেট বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে রবীন্দ্রসংগীত গাওয়া শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত রবীন্দ্রসংগীতকে বুকে লালন করে শ্রোতাদের ভালোলাগা ভালোবাসার কথা চিন্তা করে রবীন্দ্রসংগীতই গেয়ে আসছেন দীর্ঘ ১৫ বছর ধরে। লিপি বলেন, 'সত্যি বলতে কী নিজের মনের শান্তির জন্য গান করি। তবে গান গেয়ে যখন শ্রোতাদের কাছ থেকে অভূতপূর্ব রেসপন্স পাই তখন মনে হয় হয়তো এটাই জীবনের অনেক বড় পাওয়া।' বেতারে গান করেন বিধায় লিপিকে সরাসরি তার শ্রোতারা খুব কমই চিনেন-জানেন। আর তাই তার ইচ্ছা টেলিভিশনে গান গাওয়ার।