প্রখ্যাত চলচ্চিত্রকার কাজী হায়াৎ বরাবরই বাণী ও বিনোদন সমৃদ্ধ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সমাজকল্যাণে ভূমিকা রাখছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি মাদকদ্রব্যের কুফল তুলে ধরে নির্মাণ করলেন 'সর্বনাশা ইয়াবা'। নির্মাতা বলেন, সম্প্রতি মাদকাসক্ত ঐশীর হাতে তার বাবা-মা খুন হওয়ার ঘটনাটি পুরো জাতির মতো আমার মনকেও প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। তাই মাদকসেবীদের কাছে এর কুফল তুলে ধরতে 'সর্বনাশা ইয়াবা' নির্মাণ করেছি। তিনি বলেন, শুধু কুফলই তুলে ধরিনি এর পরিত্যাগের উপায়ও এতে ফুটিয়ে তুলেছি। তাই আমার বিশ্বাস এর আগে আমার নির্মিত 'ইভ টিজিং' চলচ্চিত্রের মতো এটি শুধু প্রশংসিতই হবে না, সমাজকল্যাণেও অপরিসীম ভূমিকা রাখবে। নির্মাতা বলেন, এই বয়সে এসে জনপ্রিয়তার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। কাজী হায়াৎ নিজের লেখা পাণ্ডুলিপিতে নির্মাণ করলেন তার ৪৯তম চলচ্চিত্র 'সর্বনাশা ইয়াবা'। নির্মাণ সম্পন্ন হওয়া এই চলচ্চিত্রটি শীঘ্রই মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন, কাজী হায়াৎ, কাজী মারুফ, প্রসূন আজাদ, তমা, আশরাফ প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন আহমেদ সাগীর।