দ্বিতীয়বার শুরু হলো 'ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান' প্রতিযোগিতা। এ উপলক্ষে গতকাল দি ওয়েস্টিন ঢাকার বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে 'ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান'-এর দ্বিতীয় মৌসুমের উদ্বোধন করেন চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ইমামীর চিফ এক্সিকিউটিভ অফিসার (আইএমডি) চেতন গোরে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান (সিজন ২)-এর এবারের প্রধান বিচারক বাংলাদেশের অন্যতম হ্যান্ডসাম হিরো রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক এবং হার্টথ্রব হিরোইন কুসুম সিকদার।