যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন ছবি 'দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান ২'। বাংলাদেশের দর্শকদের জন্য যা রীতিমতো চমকপ্রদ খবর। আর এই খবরটি নিয়ে এসেছে ঢাকার অন্যতম মাল্টিপ্লেক্স সিনেমা হল বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স। ২ মে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশে ছবিটি মুক্তি দিচ্ছে তারা। এর মধ্য দিয়ে বিশেষ এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। কারণ, এই প্রথমবারের মতো হলিউডের ছবি মুক্তির দিনেই দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশের দর্শক। এর আগে এমন ঘটনা আর ঘটেনি। এবার সেই অপেক্ষার অবসান ঘটাচ্ছে স্টার সিনেপ্লেক্স।
২ মে থেকে দর্শক কাঙ্ক্ষিত এই মুহূর্তটি উপভোগ করবেন বলে আশাবাদ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের। আর সেটা যদি হয় 'দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান ২'-এর মতো ছবির মাধ্যমে তাহলে তো আনন্দের মাত্রাটা বেড়ে যায় কয়েকগুণ।