'গুডউইল মিশন টু আইভরিকোস্ট'
জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা শান্তি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকারের নেতৃত্বে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল গুডউইল মিশনে আইভরিকোস্ট সফর করেন। মীর মোতাহার হাসানের সঞ্চালনা এবং রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ রাত ১০টা ৫৫ মিনিটে।
কালার
রায়হান খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'কালার'। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, আরফান, রুমা, পিয়া, হাসিন, ইমি, শায়না প্রমুখ। এই নাটকের অন্যতম আকর্ষণ বর্তমান প্রজন্মের বাংলাদেশের সুপার মডেল রুমা, পিয়া ও ইমি একসঙ্গে এই ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকটি এসএ টেলিভিশনে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।
রাত বিরাতে হোমায়রা হিমু
ভিন্নধর্মী স্ট্রিট শো 'রাত বিরাতে' এবারের পর্বের অতিথি অভিনয়শিল্পী হোমায়রা হিমু। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতিবিজড়িত স্থানে বেড়িয়েছেন।
কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে 'রাত বিরাতে'র এই পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।
নৃত্য ভ্রমণ
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে এসএ টিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান 'নৃত্য ভ্রমণ'। দুই পর্বের এ অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে আজ। অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনা করেছেন মনি পাহাড়ী। কয়েকটি ধারার নাচ নিয়ে অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। শিকার নৃত্য, বৃষ্টির নাচ, ধামাইল, গারো নৃত্য, ক্লাসিক্যাল নাচ, রবীন্দ্র নৃত্য, গণসংগীতের সঙ্গে নাচ, সালসা ও ফিউশন।
গুল বাহাদুর লজ
মোহনা টিভির দীর্ঘ ধারাবাহিক গুল বাহাদুর লজ। নাটকটি প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে মোহনা টিভিতে। প্রেম ভালোবাসা ও পারিবারিক গল্পের এই নাটকটি ভিন্নভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে। নাটকের কাহিনীতে দেখা যাবে- উচ্চবিত্তের পরিবারের একটি ছেলে ভালোবাসে মধ্যবিত্ত পরিবারের মেয়েকে। এ নাটকটি এরই মধ্যে দর্শক নজর কেড়েছে। এতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, খুরশীদুর জামান উৎপল, ফজলুর রহমান বাবু, মাসুম রেজা, আগুন, শিউলী শিলা, সাজু খাদেম, ইশানা, সিদ্দিকুর রহমান, সামস সুমন, জেরিন প্রমুখ।
নোনা জল
সামির ছয়জনের একটি দল কঙ্বাজারে বেড়াতে আসার পর নানা জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। তাই সবাই সমুদ্র থেকে পাহাড় দেখতে যাওয়ার প্ল্যান করে। সবাই যখন পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নেয় তখন বাদ সাধে খান সাহেব। খান, সামিরকে হুমকি দেয় পাহাড়ে গেলে সবাই ভীষণ বিপদে পড়বে। সামি ঘাবড়ে গিয়ে বুঝতে পারে না কী করবে! এদিকে মাসুদ জানায় পাহাড়ের কোনো এক জায়গায় স্বর্ণ মূর্তির খোঁজ পাওয়া গেছে। সবাই যেন আরও মরিয়া হয়ে ওঠে। এরপর কাহিনী কোনদিকে মোড় নেয় জানতে দেখুন আজ রাত ৮টায় বৈশাখী টিভির পর্দায় ধারাবাহিক নাটক 'নোনা জল'। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার প্রচারিত হচ্ছে।
শোধ
শাহাদাত হোসেন সুজনের পরিচালনায় এবং সৌরভের রচনায় জিটিভির প্রতিদিনের ধারাবাহিক নাটক 'শোধ'। ধারাবাহিকটি জিটিভিতে সপ্তাহের প্রতি শনি থেকে মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হয়। প্রতিদিনের এই ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, নিমা রহমান, মৌসুমী নাগ, শোয়েব, ফারজানা ছবি, মুনিয়া, স্নিগ্ধা, আরমান পারভেজ মুরাদ, জয়শ্রীকর জয়া, ইউসুফ রাসেল এবং আরও অনেকে।
'অ'-এর গল্প
আজকের 'অ'-এর গল্পে পিতার চক্রান্তের বলি কন্যা। অপরাধ, অলৌকিক, অন্ধকারবিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। শামীম শাহেদের উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এই পর্বটিতে অভিনয় করেছেন মাসুম বাশার, সেঁওতি শাহদ, কামরুজ্জামান প্রমুখ। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হচ্ছে।
ভালোবাসার চতুষ্কোণ
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ভালোবাসার চতুষ্কোণ'। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। শিহাব শাহীনের মূল ভাবনায় নাটকটি যৌথভাবে লিখেছেন শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন তন্বী। শিহাব শাহীনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, জাকিয়া বারী মম, শাহরিয়ার শুভ, মৌটুসী, সাজু খাদেম, তানিয়া হোসেন, মৌসুমী হামিদ, নাঈম, মাসুম আজিজ, সুষমা সরকার, উজ্জ্বল, সাবি্বর, শামসুল আলম বকুল, ফেরদৌসী লিনা, খালেকুজ্জামান, বকুল প্রমুখ। 'তিন জোড়া মানব-মানবীর ভালোবাসার গল্প এটি।