তুহিন হোসেনের রচনা ও দীন মোহাম্মদ মন্টুর পরিচালনায় ত্রিভুজ প্রেমের নাটক 'গোল্লাছুট'-এ আবারও জুটি হয়ে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন। নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিঝুম। আসছে ঈদে স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। রবিবার রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। আফরান নিশো বলেন, 'এই সময়ে অনেক নাটকে অভিনয় করছি। গল্পে খুব বেশি ভিন্নতা পাই না। তবে তুহিন ভাইয়ের লেখা গোল্লাছুট নাটকটির গল্প সত্যিই ব্যতিক্রম। তা ছাড়া মন্টু ভাইয়ের নির্দেশনাও অনেক ভালো লেগেছে। আর সবসময়ই মেহজাবীনের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো, এ নাটকে ঠিক তাই হয়েছে।' মেহজাবীন বলেন, 'এ কথাটা ভীষণ সত্যি যে, গল্প পছন্দ না হলে আমি নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করি না। প্রয়োজনে ভালো গল্পের জন্য অপেক্ষা করি। গোল্লাছুট নাটকটি দেখার জন্য দর্শকের প্রতি বিশেষ অনুরোধ আমার।