প্রথমবারের মতো একই চলচ্চিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও মম। চলচ্চিত্রের শিরোনাম 'ছুঁয়ে দিল মন'। এটি পরিচালনা করবেন শিহাব শাহিন। সম্প্রতি এফডিসিতে এর মহরত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সারা যাকের, মামুনুর রশীদ, কাজী হায়াৎ, সোহানুর রহমান সোহান, আবু মুসা দেবুসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ধ্বনি চিত্র লিমিটেড এবং মন ফড়িং এর যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করবেন ইরেশ যাকের, আলী রাজ প্রমুখ। সংগীত পরিচালনা করবেন হাবিব ওয়াহিদ ও সাজিদ সরকার। চলচ্চিত্রের প্রযোজক ও ধ্বনি চিত্রের এমডি সারা যাকের বলেন, ঐতিহ্যবাহী চলচ্চিত্র শিল্পে এটি আমার ক্ষুদ্র প্রয়াস। ৩ মে ছবির শুটিং শুরু হবে।