ভারতীয় নির্মাতা শেখর কাপুরের পরবর্তী সিনেমা 'পানি'তে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মার্কিন অভিনেতা জন ট্রাভোল্ট। ২৫ মার্চ ফ্লোরিডায় আইফা টেকনিক্যাল অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছিলেন ট্রাভোল্ট, তখনই খবরটি নিশ্চিত করেন তিনি। ট্রাভোল্ট বলেন, হ্যাঁ, আমাকে একটি সিনেমায় কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা নিয়ে আমি ভেবে দেখছি। যতদূর জানি সিনেমাটি বলিউডি এবং এটির নাম 'পানি'। তিনি আরও বলেন 'আমি 'রাম-লীলা' ছবিটি দেখেছি। এ ছবিতে 'গোরিও কি রাস-লীলা'তে দীপিকার অভিনয় আমার অনেক ভালো লেগেছে। অভিনয়ের পাশাপাশি তার নাচ আমাকে মুগ্ধ করেছে। সব মিলিয়ে আমি বলিউড ছবির প্রেমে পড়েছি।