রণবীরের নতুন বাড়িতে একেবারে যাচ্ছেন না ক্যাটরিনা। নতুন ফ্ল্যাট সাজাতে শুধু রণবীরকে সাহায্য করেছিলেন তিনি। কী রঙের পর্দা লাগবে, দেওয়ালে পড়বে কোন রঙের পোচ, সব নিয়েই ক্যাটরিনার কাছ থেকে মতামত নিচ্ছিলেন রণবীর।
আর তা নিয়ে গুজবে নতুন সুর ক্যাটরিনা আর রণবীর নাকি চুপি চুপি সংসার পাততে চলেছেন। এই নতুন ঘটনা নিয়ে মুখ খুলেছেন রণবীরের মা নীতি কাপুরও।
তিনি জানিয়েছেন, 'রণবীর একা থাকতে ভালোবাসে। নিজের মতো করে থাকতে ভালোবাসে তাই নতুন ফ্ল্যাট।'
তবে গৃহ প্রবেশে নাকি পুরো পার্টির দায়িত্ব নিতে চলেছেন ক্যাটরিনা। আর এই দায়িত্ব খুশি খুশি রণবীরই তুলে দিয়েছেন ক্যাটরিনার হাতে।