সিরিয়াল ডেটার নামে পরিচিত হলিউড অভিনেত্রী ক্যামেরন ডায়াজ বলেছেন, জীবনকে ভাগাভাগি করার জন্য তিনি সক্রিয়ভাবে কোনো পুরুষকে খুঁজছেন না। তবে চলার পথে মি. রাইট রূপে কেউ যদি এসে যায় তাহলে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে তিনি এখনো মুখিয়ে আছেন।
৪১ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি দাবি করেন, জীবনের কোনো মুহূর্তে প্রত্যেকেই তার প্রেমিক দ্বারা প্রতারিত হবে।
ডায়াজ বলেন, আমি মনে করি না আপনি আপনার সঠিক পুরুষকে খুঁজে পাবেন। তবে তারা আপনাকে খুঁজে পাবে বলে আমার মনে হয়।