আগামী দুই মাসের মধ্যে বাজারে আসবে নজরুল সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরার নতুন অ্যালবাম। তিনি বলেন, অনেক দিন আগেই নতুন একটি অ্যালবামের কাজ শুরু করেছিলাম। মাঝখানে কিছুদিন কাজ বন্ধ ছিল। আবারও শুরু করেছি। এরই মধ্যে অ্যালবামের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই মাসের মধ্যেই অ্যালবামটি বাজারে আসবে।' নজরুলের মোট ১০টি গান দিয়ে সাজানো হবে অ্যালবামটি। তবে এখনো পর্যন্ত কোন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবামটি বাজারে ছাড়া হবে তা ঠিক করা হয়নি। কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা চলছে। কিছুদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান শিল্পী।