ইউরোপিয়ান ইউনিয়ন ও স্টার সিনেপ্লেক্সে যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 'ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'। আজ থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে শুরু হবে সপ্তাহব্যাপী এ উৎসব। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ১২টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে এতে। ছবিগুলো হলো- আলমেনিয়া (জার্মানি), এ হাইজ্যাকিং (ডেনমার্ক), অল দ্যট গি্লটার্স (ফ্রান্স), দ্য সেলফিস জায়ান্ট (যুক্তরাজ্য), লুজ ক্যাননস (ইতালি), দ্য বি্লটজ (নেদারল্যান্ডস), ৯৯% অনেস্ট (নরওয়ে), দ্য নিয়ার ইস্ট (স্পেন), পামি (সুইডেন), রিসাইক্লিং লিলি (সুইজারল্যান্ড), হোয়াইট পামস (হাঙ্গেরি) এবং ইউ কিস লাইক এ গড (চেক রিপাবলিক)। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জার্মানির 'আলমেনিয়া' ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান ও অন্যান্য দেশের প্রতিনিধিরা। ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি এ আয়োজনে সহযোগী হিসেবে থাকছে ব্রিটিশ হাইকমিশন, অ্যাম্বাসি অব চেক রিপাবলিক, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, ফ্রান্স, ইতালি, হাঙ্গেরি, সুইডেন, স্পেন, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস। ২০ মে উৎসবের সমাপ্তি ঘটবে।