অভিনেতা রওনক হাসান ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি নাটকে অভিনয় করেছিলেন। দুই বছর পর তারা দুজন আবারও জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন 'হঠাৎ গল্প উলট পালট ' নাটকে। নাটকে রওনক হাসান ও ভাবনা স্বামী-স্ত্রী'র চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন রূপান্তর, পরিচালনা করেছেন মুহাম্মাদ আশিকুর রহমান। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।