'দলছুট প্রজাপতি' নামে নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তৌকীর আহমেদ। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করছেন আরিফ খান। নাটকে মধ্যবিত্ত পরিবারের ছেলের চরিত্রে দেখা যাবে তৌকীরকে। আর অন্য একটি পরিবারের বড়লোকের ছেলের চরিত্রটি করছেন কল্যাণ। পারিবারিক গল্পের এই ধারাবাহিকে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দিতি, বন্যা মির্জা, মৌসুমী নাগ, বাঁধন, স্বাগতা, নিলয় প্রমুখ। এটিএন বাংলার জন্য নির্মিত ধারাবাহিকটি একশ চার পর্বের। নাটক সম্পর্কে তৌকীর বলেন, 'আমি ধারাবাহিক নাটকে খুব কম অভিনয় করি। এ নাটকের গল্পটি ভালো লেগেছে, তাই অভিনয় করছি।