বলিউডের তিনি ব্ল্যাক বিউটি। শাহরুখের সঙ্গে জুটি বেঁধে হয়েছিলেন বলিউড ইতিহাসের সেরা জুটির একটি। অভিনেত্রী কাজল বলিউডের এ রকমই এক হিরোইন। তবে সেই ডাস্কি বিউটি কাজল আজ আর ডাস্কি নন, বরং কাজল এখন দুধে আলতা! সারা দেশ যখন কাজলের ডাস্কি বিউটিতে পাগল, তখনই কাজল ঠিক করলেন ফর্সা হবেন। আর সে মতো নাকি প্রতি সপ্তাহে হাসপাতালে ঘুরতে দেখা গেছে তাকে। কারণ কাজল বেশ কয়েক মাস ধরে ফর্সা হওয়ার জন্য ট্রিটমেন্ট করছিলেন। তবে শুধুই ওষুধপত্র নয়, শোনা গেছে ফর্সা হওয়ার জন্য অস্ত্রোপচারও করেছেন কাজল। তবে এ ব্যাপারে মুখ খুলছেন না কাজল। অজয় দেবগনও কথা বলতে নারাজ।