লেডি গাগার সাজগোজ নকল করায় কেটি পেরিকে নিয়ে নিন্দায় মেতে উঠেছেন লেডি গাগা। বুধবার থেকে আয়ারল্যান্ডে প্রিজেমটিক ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছেন পেরি। সেই অনুষ্ঠানের ছবি দেখেই লেডি গাগা নিন্দা করতে শুরু করলেন টুইটারে। গাগার মনে হয়েছে পেরি এই অনুষ্ঠানে যেমন সেজেছেন বা যা ব্যবহার করেছেন। গাগা লিখেছেন, এমন মনে হচ্ছে যে, সবুজ রঙের চুল আর যান্ত্রিক ঘোড়া এখন চলতি। ফটোগ্রাফার টেরি রিচার্ডসনের সঙ্গে ফটোশুটে সবুজ চুলে দেখা গিয়েছিল গাগাকে। এখানেই শেষ নয়, গত বছর আমেরিকার মিউজিক অ্যাওয়ার্ড সমারোহতে যান্ত্রিক ঘোড়ার সঙ্গে ধামাকাদার এন্ট্রিও নিয়েছিলেন।