নিজের প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ১২ দিনের জেলা হেফাজতে গায়ক অঙ্কিত তিওয়ারি। ৮ মে এই অভিযোগেই গ্রেফতার করা হয়েছিল অঙ্কিতকে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জামিনে ছাড়া হয়েছিল অঙ্কিতকে। শেষমেশ সোমবার দুপুর নাগাদ মুম্বাই আদালতে নির্দেশ অনুযায়ী জেলা হেফাজতে পাঠানো হল অঙ্কিতকে।
অঙ্কিতের আইজীবির মতে, 'বারো দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে অঙ্কিতকে। তবে অঙ্কিতের বিরুদ্ধে অভিযোগ মিথ্যে। অঙ্কিতকে ফাঁসানো হচ্ছে। তবে এই বিষয়টি এখনও তদন্তের দাবী রাখে। তাই আপাতত বারো দিন পরেই এর প্রথম শুনানি। আদালতের রায়কে সম্মান জানাই।'
অঙ্কিতের ভাই অঙ্কুর মনে করছেন, দাদার ইমেজকে খারাপ করতেই এই অঙ্কিতকে ফাঁসানো হয়েছে।