মুম্বাইয়ে অনুষ্ঠিত এক ফ্যাশন শোতে র্যাম্পের মধ্যে পড়ে গেলেন অভিনেত্রী পুনম ধিল্লোঁ। ঘটনাটি ঘটে রবিবার বিক্রম ফদনিসের ফ্যাশন শোতে।
বিক্রমের ডিজাইন করা লাল শাড়িতে ফ্যাশন র্যাম্পে দেখা গিয়েছিল পুনমকে। প্রথম শুরুটা ভাল মত করলেও, হঠাৎই শাড়িতে পা আটকে র্যাম্পে পড়ে গেলেন পুনম।
তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে শেষ করলেন র্যাম্প ওয়াক।