বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী বেবি ডল সানি তার জন্মদিনটা কাটিয়েছেন বর ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে। ১৩ মে রাত ১২টাতেই ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে জন্মদিন কেটেছেন তিনি৷ এরপর হাতে চকোলেট কেকে আর গ্লাস ভরা ওয়াইন নিয়ে গল্প-আড্ডা।
তবে রাতেই শেষ নয়, পুরো দিনটা শ্যুটিং ফ্লোর থেকে দূরে থেকে ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে বার্থডে বেবি, বার্থ ডে প্ল্যান মস্ত বড়৷
সকাল থেকেই ফ্যান মেলে ভর্তি হয়ে গেছে সানির লেটার বক্স৷ ট্যুইটারেও প্রচুর শুভেচ্ছা৷ ফ্যানদের ধন্যবাদও জানিয়েছেন সানি৷ সঙ্গে ইন্ডাস্ট্রির তরফ থেকে অনেতেই ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সানিকে৷
জানা গেছে, 'রাগিনি এমএমএস টু'- এর প্রযোজক একতা কাপুর নতুন একটি ছবির অফারকেই বার্থডে গিফট হিসেবে দিয়েছেন সানিকে৷
আগস্ট মাসেই মুক্তি পাবে সানি অভিনিত সেক্স কমেডি 'মস্তিজাদে'৷ আর সানি এখন ব্যস্ত অ্যাকশন ছবি 'টিনা অ্যান্ড লোলো'র শ্যুটিং নিয়ে৷