ফের একসঙ্গে ছবি করতে চলেছেন পরিচালক সুনন্দা সান্যাল ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 'এক্সট্রাঅর্ডি-নারী' ছবির পর এবার রবীন্দ্রনাথ ও কাদম্বরী দেবীর সর্ম্পকের ছায়ায় তৈরি করতে চলেছেন নতুন ছবি 'গোপচারিণী'। এই ছবিতে ঋতুপর্ণাকে দেখা যাবে টিভি সঞ্চালকের চরিত্রে।
ছবিতে ঋতুপর্ণার চরিত্র প্রসঙ্গে পরিচালক সুনন্দা সান্যাল বলেন, 'আমার প্রথম ছবি 'এক্সট্রাঅর্ডি-নারী'তে ঋতুপর্ণার চরিত্রটি গ্রুমিংগুরুর। আর গোপনচারিণীতে তার চরিত্রটি একেবারেই অন্যরকম। এই ছবির গল্পে রবি ঠাকুর ও বৌঠান কাদম্বরী দেবীর প্রেমের সর্ম্পকের ছায়া রয়েছে।'
এই ছবিতে ঋতুর্পণার সঙ্গে দেখা যেতে পারে নাসিরুদ্দিন শাহকে। তিনি অভিনয় করতে পারেন তথ্যচিত্রের পরিচালকের চরিত্রে।
এছাড়াও, রজতাভ দত্ত, শ্রীলা মজুমদার থাকতে পারেন সুনন্দার এই নতুন ছবিতে।