মৌটুসী মিথিলার সঙ্গে নতুন একটি নাটকে কাজ করেছেন, কেমন লাগল?
রেদওয়ান রনির পরিচালনায় 'আয়না মহলে আয়না' নাটকে তাদের সঙ্গে কাজ করেছি। মৌটুসী আমার শহরেরই (চট্টগ্রামের) মেয়ে। তবে তার সঙ্গে কখনোই আমার নাটকে কাজ করা হয়ে ওঠেনি। দারুণ অভিনয় করেন মৌটুসী। তবে মিথিলার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে তার সঙ্গে আমি আফজাল হোসেন মুন্নার পরিচালনায় 'তোর জন্য প্রিয়তা' নাটকে অভিনয় করেছি। এটি ২০১০ সালে এটিএন বাংলায় প্রচার হয়। বলা যায়, প্রায় চার বছর বিরতির পর মিথিলার সঙ্গে নাটকে অভিনয় করেছি।
কেমন লাগল নতুন এই নাটকটি?
আসলে এটি একটি সাইকো ড্রামা। এর বেশি কিছু বলতেও চাই না। অনেক যত্ন নিয়ে রেদওয়ান রনি নাটকটি নির্মাণ করেছেন। স্ক্রিপ্টটি অসাধারণ রচনা করেছেন রনি। শুধু এতটুকু বলতে পারি আমি, মৌটুসী ও মিথিলা ভীষণ উপভোগ করেছি কাজটি। দর্শকেরও অনেক ভালো লাগবে।
কিছু দিন আগে তারিনের সঙ্গেও একটি নাটকে কাজ করেছেন...
তারিনের সঙ্গে এটা ছিল আমার দ্বিতীয় কাজ। নাটকের নাম 'অপরাহ্ন'। এটি রচনা করেছেন রুদ্র মাহফুজ ও পরিচালনা করেছেন সাখাওয়াত হোসেন মানিক। আমি একজন সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করেছি এ নাটকে। নাটকে আমার বিপরীতে তারিন ও উর্মিলা শ্রাবন্তী কর অভিনয় করেছেন। এটিও অসাধারণ হয়েছে।
সাম্প্রতিক সময়ে শশীর বিপরীতেও দুটি নাটকে কাজ করেছেন...
শশীর সঙ্গে বেশ কয়েক বছর আগে আফজাল হোসেন মুন্নার পরিচালনায় 'তোমায় ভেভে লেখা' নাটকে কাজ করেছিলাম। কিছু দিন আগে আরও দুটি নাটকে আমরা একসঙ্গে অভিনয় করেছি। একটি আফজাল হোসেন মুন্নার 'সেদিন দুজনে' ও অন্যটি ইমরাউল রাফাতের 'পাপ পুণ্য'।
নাটকের ব্যস্ততা কেমন লাগছে?
অভিনয়টা সত্যি বলতে কী শখের বশেই করা। আমি কিন্তু এখানে খুব বেশি নিয়মিত না। এখন ঈদ আসছে বলে কাজের চাপটা একটু বেশি। এই চাপটা আপাতত নিয়েই কাজ করছি। তবে গরমের কারণে বেশ কিছু বাতিলও করেছি। এত কষ্ট সহ্য হয় না।
গানের সঙ্গে আপনার সখ্যের কথা জানতে চাচ্ছিলাম...
আমার জন্ম চট্টগ্রামে। আমার মা শিক্ষক ছিলেন। তো ছোটবেলা থেকেই গানের সঙ্গে আমার এক ধরনের সখ্য ছিল। স্কুলের অনুষ্ঠানে গান গাইতাম আমি নিয়মিত। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেটেছে আমার শিক্ষাজীবন। শিক্ষা জীবনের দিনগুলো ভীষণ মিস করি।
আপনার উল্লেখযোগ্য অ্যালবাম এবং নাটকের কথা জানতে চাচ্ছিলাম...
অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- এ এমন পরিচয়, আজ দিন কাটুক গানে, অসময়ের গান, মুখরিত জীবন, তারার উঠানে, টু-লেট, ঝুট ঝামেলা, জ্যাম ইত্যাদি। নাটকের কথা বলতে গেলে আসে 'এফএনএফ', শেষ দুই দিন, জার্নি বাই লাভ, লাভ ইউ ক্রিস্টিনা, পিও বঙ্, শহরতলীর আলো, সিনেমা, সাদা আলো সাদা কালো, তোমায় ভেবে লেখা ইত্যাদি।
- শোবিজ প্রতিবেদক