বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রযোজনায় বিটিভিতে প্রচার হতে যাচ্ছে ১৬ পর্বের ধারাবাহিক 'উজান গাঙের নাইয়া'। যৌথভাবে পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম ও বাসার জর্জিস। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নওশাবা। বাল্যবিয়ে আর গর্ভকালীন পরিস্থিতি উঠে এসেছে নাটকের গল্পে। নদীপাড়ে অবস্থিত একটি গ্রামের পটভূমিতে তৈরি এ নাটকে কিছু শক্তিশালী ও বাস্তবমুখী চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এ দেশের সাধারণ পরিবারগুলোর গল্প। গতকাল থেকে প্রতি রবিবার রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচার হচ্ছে বিটিভিতে। এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর স্টার সিনেপ্লেঙ্ েনাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। নাটকটির চিত্রনাট্য লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম। এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মলি্লক জলি, চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, অর্চিতা স্পর্শিয়া, শ্যামল মওলা, শাহেদ আলী, মোমেনা চৌধুরী প্রমুখ।