শোবিজে পা দেওয়ার পর থেকেই আলোচনায় আরশাদ আদনান। প্রথমে আলোচনায় আসেন আড়ালে চলে যাওয়া অভিনেত্রী শ্রাবস্তী তিন্নির সঙ্গে প্রেম করে। কিন্তু সেই সম্পর্ক নেই। তাই বলে আলোচনা থেমে নেই আদনানকে নিয়ে। এখন তিনি আলোচিত প্রযোজক। মিডিয়ায় যখন একক নাটকের খরা, তখন তিনি এক ডজন নাটক শুটিং করে এলেন কক্সবাজার থেকে। পুরো একটি বিমান রিজার্ভ করে শিল্পী বোঝাই করে উড়াল দিয়েছেন কক্সবাজারে। তারপর শুটিং করে ফিরেছেন। হঠাৎ করে এভাবে এক ডজন নাটক নির্মাণ করার ঘটনাটি শোবিজ অঙ্গনে আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আদনান বলেন, 'আমি নাটক ভালোবাসি। নিজে প্রচুর নাটক দেখি। তাই যেসব নির্মাতা ভালো কাজ করতে চান, তাদের সাহায্য করছি।'
আদনান এবার নির্মাণ করছেন ধারাবাহিক নাটক। আনিসুল হকের গল্প নিয়ে এটি পরিচালনা করছেন সকাল আহমেদ। বর্তমানে এর শুটিং চলছে। খুব শীঘ্রই চলচ্চিত্র প্রযোজনারও ঘোষণা দেবেন আদনান।