ভুল বোঝাবুঝির অবসান করে বামবায় ফিরেছে ব্যান্ড এলআরবি। ১১ মে রাজধানীর একটি রেস্টুরেন্টে একসঙ্গে মিলিত হন এলআরবিসহ বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন [বামবা]-এর সব সদস্য। সেখানে আড্ডায় মেতে ওঠেন সবাই। এলআরবি ব্যান্ডও আড্ডায় যোগ দেয়। সবাই মিলে নিজেদের মধ্যকার দূরত্ব কমানোর চেষ্টা করে। একই সঙ্গে সব ভুল বোঝাবুঝির অবসান করেন।
বামবা সভাপতি হামিন আহমেদ বলেন, 'এলআরবি সদস্য পদ প্রত্যাহারের আবেদন করেছিল। কিন্তু আমি তাতে স্বাক্ষর করিনি। কারন চাইনি এলআরবি বামবা ছাড়ুক। তারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সদস্য। এখন আমরা আবার একসঙ্গে পথ হাঁটবো। সব ঝামেলা কিংবা অভিমান শেষ।'
এলআরবি প্রধানআইয়ুব বাচ্চু বলেন, 'আমি বামবার প্রতিষ্ঠা সদস্য। তাই সংগঠনের প্রমি মায়া আছে। তাছাড়া হামিন ভাই, বাবু ভাই, টিপু সবাই মিটিংয়ে যেতে আমাকে ফোন করেন। আমি তাই যোগ দিয়েছি। আমাদের নিজেদের মধ্যে ঘটে যাওয়া ভুল বুঝাবুঝির সমাধান আমরা করে ফেলেছি। আর ব্যান্ড মিউজিক শ্রোতাদের জন্য বলেতে চাই, অল ইজ ওয়েল।'