মরণব্যাধি এইডস নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী কণা। 'ওরে আমার মনো/বন্ধু আমার শোনো/ এইডস রোগের তথ্য কিছু/ নতুন করে জানো'- কথার গানটি লিখেছেন ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজ। গানটির সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার। কণার পাশাপাশি এতে দ্বৈতকণ্ঠও দিয়েছেন বাপ্পা। এরই মধ্যে গানটির ভিডিও বিটিভিতে প্রচার হচ্ছে।
কণা বলেন, সচেতনতামূলক বহু গানেই আমি কণ্ঠ দিয়েছি। আর সামাজিক সচেতনতামূলক গান গাওয়ার প্রস্তাব পেলে আমি তা আনন্দের সঙ্গেই গ্রহণ করি। গানের মাধ্যমে আমি মানুষকে সচেতন করতে চাই।' কণা এখন অ্যালবামের কাজ করছেন। এর মধ্যে একটি আধুনিক, অন্যটি নজরুল সংগীতের।