চুটিয়ে প্রেম চলছে অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স ও ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টের মধ্যে। ২৩ বছর বয়সী লরেন্স থাকেন যুক্তরাষ্ট্রে। আর তার চেয়ে এক বছরের বড় হল্টের বসবাস যুক্তরাজ্যে। তবে দূরত্ব প্রেমে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। বরং দূরত্বই প্রেমকে শক্তিশালী করেছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন লরেন্স।
'এক্স-মেন : ফার্স্ট ক্লাস' ছবিতে তিন বছর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন লরেন্স ও হল্ট। ওই সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর পর প্রেমে সাময়িক বিরতি টানে এ জুটি। এরপর 'এঙ্-মেন : ডেজ অব ফিউচার পাস্ট' ছবিতে আবার একসঙ্গে অভিনয়ের সুযোগ আসে তাদের।