পরিচালক হিসেবেই নাম করেছেন যখন, তখন নতুন কিছু ট্রাই করা বেকার! ঠিক এরকমটি মনে করেই অভিনয় থেকে পিছ পা হলেন আমির খান পত্নী পরিচালক কিরণ রাও।
জানা গেছে, রাজ কুমার হিরানির 'পিকে' ছবিতে অভিনয়ের জন্য কিরণ রাওকে অনুরোধ করেছিলেন রাজকুমার। তবে সিনেমায় অভিনয় করবেন না বলেই ঠিক করেছেন কিরণ।
কিরণের কথায়, আমির অনেকবার নাকি তাকে অভিনয় করতে বলেছিলেন, কিন্তু কিরণ মনে করেন অভিনয় করাটা বেশ কঠিন কাজ। তার থেকে পরিচালনা অনেক সহজ। তাই আপাতত, পরিচালক হিসেবেই নিজেকে আরও সমৃদ্ধ করতে চান তিনি।
রাজকুমারের 'পিকে' ছবিতে কিরণ অভিনয় না করলেও সেখানে দেখা যাবে আমির খান ও আনুষ্কা শর্মাকে।