চলে গেলেন হলেন জনপ্রিয় সুইডিশ পরিচালক মালিক বেন্ডজেওল। মঙ্গলবার স্টকহোমের নিজের বাড়িতেই মৃত্যু হয় তার।
পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত কারণেই মৃত্যু হয়েছে এই পরিচালকের। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তথ্যচিত্র 'সার্চিং ফর সুগার ম্যান' এর জন্য চলতি বছরই অ্যাকেডমি পুরস্কারে সম্মানিত হয়েছিল ৩৬ বছর বয়সী মালিক। তার হঠাৎ মৃত্যুতে হতবাক বিশ্ব সিনেমা মহল। এই পরিচালকের মৃত্যু শোক প্রকাশ করেছেন সিনেমামহলের নামজাদারা।