বিতর্ক যেন পিছুই ছাড়ছে না জনপ্রিয় পপ গায়ক জাস্টিন বিবারের। চলতি বছর এ পর্যন্ত বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ডাকাতি চেষ্টার অভিযোগে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বিবার। লস অ্যাঞ্জেলেসের অজ্ঞাত এক মহিলা তার বিরুদ্ধে ডাকাতি চেষ্টার এ অভিযোগটি আনেন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ জানান, ২০ বছর বয়সী বিবারকে এক মহিলার ডাকাতি চেষ্টার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেলিব্রেটি নিউজ ওয়েবসাইট টিএমজেট জানায়, লস অ্যাঞ্জেলেসের একটি মিনি গলফ কোর্সে এক নারী ভক্ত বিবারের ছবি তুললে এতে ক্ষিপ্ত হয়ে তিনি মহিলার ব্যাগ থেকে তার মোবাইল ফোন নিয়ে যান।
পুলিশ আরো জানান, ডাকাতি চেষ্টার অভিযোগে এখন পর্যন্ত বিবারকে গ্রেফতার করা হয়নি। ঘটনার শিকার ওই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিতর্কের মধ্য দিয়েই বিবারের ২০১৪ সাল শুরু হয়। বছরের শুরুতেই মিয়ামিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে গ্রেফতার হন। আগামী জুলাইয়ে এ ঘটনার বিচার শুরুর কথা রয়েছে। এরপর প্রতিবেশির বাড়িতে ডিম ছুড়ে মারার অভিযোগে ক্যালিফোর্নিয়ার পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়।
এছাড়া এশিয়া ট্যুর করে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে নামার পরই পুলিশ তাকে আটক করে। পরে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো অ্যাকশন নেওয়া হয়নি। ৪ ঘণ্টা পরই পুলিশ তাকে ছেড়ে দেয়। এসব ঘটনায় নিঃসন্দেহে জাস্টিন বিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।