আজ যৌথ প্রযোজনার ছবি 'আমি শুধু চেয়েছি তোমায়'র প্রিমিয়ার। সকাল সাড়ে ১১টায় যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমা হলে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার অনুষ্ঠান।
কলকাতার অভিনয়শিল্পী জুটি অঙ্কুশ এবং শুভশ্রী গত মাসে ঢাকায় এসেছিলেন 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবির শুটিংয়ে অংশ নিতে। কথা ছিল আজরে প্রিমিয়ার শোতেও তারা অংশ নেবেন। কিন্তু ভিসা জটিলতার কারণে তারা আসতে পারছেন না।
এর আগেও দুই দেশের যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হয়েছে। কিন্তু এবারই প্রথম দুই দেশে একসঙ্গে কোন ছবি মুক্তি পাচ্ছে। শুধু তাই নয়, দুই দেশে প্রিমিয়ার শোও হচ্ছে। সেই হিসেবে বাংলাদেশে ছবির প্রিমিয়ারে অংশ নেয়ার ঘটনা এটাই প্রথম।
'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন অনন্য মামুন ও অশোক পতি। আর প্রযোজনায় আছে কলকাতার এসকে মুভিজ এবং বাংলাদেশের এ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। আজ শুধু ঢাকায় ছবির প্রিমিয়ার হচ্ছে না। কলকাতায়ও বিকেলে রয়েছে ছবিটির প্রিমিয়ার শো। বিকেলের শোতে অংশ নেবেন অঙ্কুশ-শুভশ্রীরা।
কলকাতা থেকে মুঠোফোনে শুভশ্রী বলেন, 'খুব ইচ্ছে ছিল ঢাকার প্রিমিয়ার শোতে অংশ নেয়ার। কিন্তু ভিসা সমস্যার কারনে যেতে পারলাম না।' তিনি আরও বলেন, 'আমি শুধু চেয়েছি তোমায় ছবিটি নিয়ে আমরা প্রত্যেকেই অনেক বেশি আশাবাদী। তাই ছবিটির প্রচারণার ক্ষেত্রে আমরা সবাই কষ্ট করছি। তারই ধারাবাহিকতায় প্রিমিয়ার শো'তে অংশ নিতে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু হলো না। তবুও বাংলাদেশের দর্শকের কাছে অনুরোধ থাকবে ছবিটি সবাই যেন হলে গিয়ে দেখেন, আশা করি ভালো লাগবে।'
কথা হয় অঙ্কুশের সঙ্গেও। তিনি বলেন, 'শুভশ্রীর সঙ্গে এটাই আমার প্রথম ছবি। অনেক ভালো একটি ছবি হয়েছে, আর তার সত্যতা মিলবে হলে গিয়ে যখন দর্শক ছবিটি দেখবেন। বিশেষত গানতো ভীষণ ভালো লাগবে দর্শকের। গল্পটাও অসাধারন। মজা পাবে সবাই।' অঙ্কুশ আরো বলেন, 'ঢাকায় গিয়ে বিশিষ্টজনদের সঙ্গে ছবিটি দেখতে পারলে ভালো লাগতো। হলো না সেটা।'
বাংলাদেশের ৮০টির বেশি সিনেমা হলে এবং ওপার বাংলার ১৯০টি সিনেমা হলে ১৬ মে ছবিটি মুক্তি পাবে 'আমি শুধু চেয়েছি তোমায়'। এ ছবিতে বাংলাদেশ থেকে অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন প্রমুখ। ছবিতে কলকাতার পাশাপাশি গানের সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের হৃদয় খান এবং কিশোর। গানগুলোতে তারা নিজেরাও কণ্ঠ দিয়েছেন। 'তুমি যদি' ও 'ভালো লাগে না' শিরোনামের এই গান দুটিতে হৃদয়ের সহশিল্পীরা হলেন বাংলাদেশের সারা ও ভারতের পলক মুছাল। আর 'পাগলামি তোর চোখে' শিরোনামের গানটিতে কিশোরের সঙ্গে গেয়েছেন লেমিস।
ছবি প্রসঙ্গে বাংলাদেশি পরিচালক অনন্য মামুন বলেন, 'আমাদের দেশের দর্শক এখন আধুনিক। কিন্তু সে অনুযায়ী চলচ্চিত্র নির্মাণ করতে পারছি না আমরা। তাই এই যৌথ প্রযোজনার ছবির উদ্যোগ। কলকাতায় এখন আধুনিক মানের চলচ্চিত্র নির্মিত হচ্ছে। আমাদের ভাষা-সংস্কৃতির সঙ্গে তাদের পুরোপুরিই মিল রয়েছে। তাই তাদের সঙ্গে নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করা গেলে আমাদের চলচ্চিত্রই উন্নতি হবে। আমি সে চেষ্টাই করেছি মাত্র।'