চ্যানেল আই সেরা নাচিয়ে 'সিজন-টু'র চ্যাম্পিয়ন হলেন চট্টগ্রামের মেয়ে ইভানা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় মন মাতানো পারফরম্যান্স আর বিচারকদের রায়ে সেরার মুকুট জয় করেন এই প্রতিযোগী। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় ব্রান্ড নিউ কার-এর চাবি ও ডায়মন্ড ক্রাউন। প্রথম রানারআপ হয়েছেন ইভান ও দ্বিতীয় রানারআপ হয়েছেন মিমু। পুরস্কার হিসেবে তাদের দেওয়া হয়েছে যথাক্রমে তিন লাখ ও দু'লাখ টাকা। বিজয়ী প্রত্যেকের জন্য রয়েছে ইমপ্রেস অডিও ভিশন থেকে নাচের ডিভিডি-সিডি প্রকাশ ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রে নাচের সুযোগ। শাস্ত্রীয় নাচের প্রতিষ্ঠান সাধনা'র পক্ষ থেকে চ্যাম্পিয়ন ইভানাকে ভারত থেকে এক বছর নাচের প্রশিক্ষণের পৃষ্ঠপোষকতা দেবে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ ও পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, এসিআই গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আনিস-উদ-দৌলা ও এসিআই'র ব্রান্ড ডিরেক্টর সৈয়দ আলমগীর।