৬৭তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গতকাল। এবারের আসরে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের 'শুনতে কি পাও!' ছবির নির্মাতা জুটি কামার আহমাদ সাইমন ও সারা আফরীন। ইনস্টিটিউট ফ্রান্সিসের সহযোগিতায় কান চলচ্চিত্র উৎসবে উদীয়মান নির্মাতাদের বিশেষ আসর 'সিনেমা দ্যু মন্দ' অনুষ্ঠানে এই পরিচালক-প্রযোজক জুটি ১০ দিন অংশ নেবেন। বিশ্বব্যাপী তরুণ নির্মাতাদের প্রতিযোগিতামূলক এই আসরে কামার আহমাদ সাইমন তার চিত্রনাট্য 'শঙ্খধ্বনি'র জন্য এই আমন্ত্রণ পেয়েছেন।
ছবিটি তিনি পরিচালনাও করবেন। আর প্রযোজক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন সারা। কান চলচ্চিত্র উৎসব ও বিশ্বখ্যাত চলচ্চিত্র বাজার মার্স দ্যু ফিল্মের তত্ত্বাবধানে তরুণ নির্মাতাদের পরবর্তী ছবির যোগাযোগ এবং কো-প্রোডাকশনে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে এই সিনেমা দ্যু মন্দ কার্যক্রম। উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে ৯ সদস্যের বিচারক প্যানেলের সভাপতি নিউজিল্যান্ডের নারী নির্মাতা জেন ক্যাম্পিয়ন। এবার স্বর্ণপামের জন্য লড়বে ১৮টি ছবি। প্রতিবারের মতো কানের লালগালিচায় হাঁটবেন বিশ্ব চলচ্চিত্রের নামিদামি তারকারা।