অভিনেতা আজিজুল হাকিমের জন্মদিন আজ। পরিবারের সঙ্গে ঘরোয়া আয়োজনে আজকের দিনটি কাটাবেন তিনি। তবে তিনটি স্যাটেলাইট চ্যানেলে লাইভ শোতে অংশ নেবেন তিনি। তিনটি লাইভ শোতে অংশ নেওয়ার পর তিনি সারাদিন স্ত্রী জিনাত হাকিম, মেয়ে নাজাহ হাকিম ও ছেলে হৃদ'র সঙ্গেই সময় কাটাবেন। সকাল ৮টায় ৭১ টিভির লাইভ অনুষ্ঠান এবং সকাল ১০টা ২০ মিনিটে বৈশাখী টিভির লাইভ অনুষ্ঠান 'আলাপ'-এ অংশ নেবেন। এই দুটি টিভি শোতে তিনি একা অংশগ্রহণ করলেও দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে 'সিটিসেল তারকা কথন' অনুষ্ঠানে আজিজুল হাকিম তার পুরো পরিবার নিয়ে অংশগ্রহণ করবেন। এই অভিনেতা নিজের জন্য দোয়া চেয়েছেন।