'আশিকি টু' ছবিতে অভিনয় করে নায়িকা হয়েছেন শ্রদ্ধা কাপুর। মানুষের মনেও নায়িকা হয়েই ছিলেন। কিন্তু নায়িকা থেকে খলনায়িকা হয়ে গেলেন তিনি। সেটা পর্দায় নয়, বাস্তবে। 'এক ভিলেন' ছবির একটি দৃশ্যে অভিনয়ের সময় এক স্টান্টম্যানের পেটে ছুরি মেরে দেন শ্রদ্ধা। রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় শুটিংয়ে উপস্থিত সবার মতো শ্রদ্ধাও হতভম্ব হয়ে পড়েন। নকল ছুরির বদলে ভুল করে অথবা ষড়যন্ত্র করে কেউ আসল ছুরি তুলে দিয়েছিল শ্রদ্ধার হাতে। শ্রদ্ধার এই ছুরি মারার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পুরো ঘটনায় মুষড়ে পড়েছেন ২২ বছর বয়সী এই অভিনেত্রী।