আগেই জানা গেছে 'পানি' ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের নতুন হার্টথ্রব সুশান্ত সিং রাজপুত। এরপর আইফা মঞ্চ থেকে খবর এল বলির সুশান্তের সঙ্গে দেখা যাবে হলিউডের অ্যাকশন হিরো জন ট্র্যাভোলটাকে। তবে নতুন খবর এবার শেখরের 'পানি'তে যোগ দিচ্ছেন হ্যারি পটারের প্রেমিকা হলিউডের এমা ওয়াটসন।
জানা গেছে, এই ছবি নিয়ে এমার সঙ্গে প্রাথমিক কথা বলে ফেলেছেন শেখর। কথামতো চিত্রানাট্যও পৌঁছে গেছে এমার কাছে। তবে এমা নাকি আপাতত ছবি সম্পর্কে কথা বলছেন না। অন্যদিকে ট্র্যাভোলটা কিন্তু গ্রিন সিগনাল দেখিয়েছেন শেখরকে। তবে এ সবের মাঝখানে পড়ে নাকি বেশ চিন্তিত সুশান্ত।