বাবা মনসুর আলি খান পতৌদিকে নিয়ে বায়োপিক তৈরি করতে চলেছেন সাইফ আলী খান। ছবির পরিচালনারও দায়িত্ব নেবেন তিনি। তবে ছবিটি তৈরি হবে ইংরেজিতে। গোটা ছবির শ্যুটিং সাইফ করতে চান ইংল্যান্ডে।পতৌদির চরিত্রে নিতে চান ইটালির অভিনেতাকে। তবে ছবিতে বয়স্ক পতৌদির চরিত্রে নিজেই অভিনয় করার ইচ্ছে রাখেন সাইফ।
সাইফ জানিয়েছেন, 'বাবার জীবনকাহিনি একেবারেই ছবির গল্পের মতো। ১১ বছর বয়সে নিজের পিতাকে হারান, ১৯৭১ সালে নবাব পদ থেকে চ্যুত হন, ক্রিকেট কেরিয়ার যখন একেবারে উচ্চে তখন দৃষ্টিশক্তি হারান। তবুও বাবা পিছনে ফিরে তাকাননি। বিয়ে করেন বলিউডের সবচেয়ে সুন্দরী নায়িকাকে। বাবার জীবন গল্প অনুপ্রেরণা জোগায়। আর সেখান থেকেই ছবিটি করতে চাই।'
সইফ জানিয়েছেন, শর্মিলা ঠাকুরও তাঁকে সাহায্য করবেন ছবিটির চিত্রনাট্য লেখার কাজে।