শীঘ্রই বড়পর্দায় আসছে শাবনূর অভিনীত শেষ ছবি ‘এমন তো প্রেম হয়’। রোমান্টিক গল্পের এ ছবিটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। ২০১২ সালের শেষ দিকে এই ছবির কাজ শুরু করেছিলেন তিনি। নানা জটিলতায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
নির্মাতা জানান, ছবিতে শাবনূরের একটি সেড গান বাকি রয়েছে। জুনে এ অভিনেত্রী অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলে গানটির চিত্রায়ণ হবে এবং সেন্সর বোর্ডে তা জমা পড়বে। এরপর শীঘ্রই ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করা হবে। এ ছবিতে শাবনূরের বিপরীতে আছেন ফেরদৌস। তাছাড়া আরও অভিনয় করেছেন ইমন, রজনী, ববিতাসহ অনেকে। ছবির পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই। তিনি বলেন, চমত্কার রোমান্টিক গল্পে নির্মাণ করা হয়েছে ‘এমন তো প্রেম হয়’ চলচ্চিত্রটি। দর্শক নিঃসন্দেহে এতে সোনালি দিনের ছবির আমেজ খুঁজে পাবে। ]
শাবনূরের মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ছিল ‘কিছু আশা কিছু ভালোবাসা’। গত বছরের সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পায়। এটিও নির্মাণ করেছিলেন মানিক। শাবনূর ওই মাসেই অস্ট্রেলিয়া চলে যান। ডিসেম্বরে তিনি পুত্রসন্তানের মা হন। তার স্বামী হলেন অভিনেতা অনিক। ২০১২ সালের ডিসেম্বরে তারা গোপনে বিয়ে করেন। দেশে ফিরে শাবনূর তার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন।