অনুরাগ কাশ্যপের 'বম্বে ভেলভেট' ছবি নিয়ে নানারকম উত্তেজনা তুঙ্গে। কখনও ছবির সেটে বিরাট কোহলি ও ক্যাটরিনার পৌঁছে যাওয়া। কখনও রণবীর-আনুষ্কার প্রেম পর্ব। আর এবার এই ছবিতেই ১৪০টা ডিজাইনার পোশাক পরে রের্কড করতে চলেছে আনুষ্কা।
অনুরাগের এই ছবিতে উঠে আসবে আশির দশকের মুম্বাই। আর তাই অভিনেতাদের লুকেও থাকবে সেই সময়ের টাচ।
জানা গেছে, আনুষ্কার এই পোশাক ডিজাইন করছেন জাতীয় পুরস্কার বিজয়ী ফ্যাশন ডিজাইনার নীহারিকা খান্না।
আরও জানা গেছে, বহু দিনের রিসার্চের পরই এক্সক্লুজিভ ১৪০টি পোশাক ডিজাইন করেছেন নীহারিকা। 'বম্বে ভেলভেট' ছবিতে আনুষ্কার সঙ্গে দেখা যাবে রণবীর কাপুর ও করণ জোহরকে। ছবিটি মুক্তি পাবে নভেম্বরের ২৮ তারিখ।