অনিল কাপুরের কন্যা সোনম কাপুর বলিউডে পা রেখেছিলেন সঞ্জয়লীলা বনশালির 'সাওয়ারিয়া' ছবির মধ্য দিয়ে। আর এবার সোনমের ছোট ভাই হর্ষবর্ধন নামতে চলেছেন বলিউডে।
ওম প্রকাশ মেহেরার লাভস্টোরি 'মির্জা সাহেব'- এ দেখা যাবে হর্ষবর্ধন কাপুরকে। ১৯৫২ সালকে প্রেক্ষিত করে তৈরি হবে এই লাভস্টোরি।
জানা গেছে, গল্পটি পাঞ্জাবকে কেন্দ্র করে লেখা হলেও ছবির গল্পের কেন্দ্র হবে রাজস্থান।
ওম প্রকাশ জানিয়েছেন, 'মির্জা সাহেবের প্রেম কাহিনী পাঞ্জাবের খুব জনপ্রিয় কাহিনী। তবে এই গল্প নিয়ে সেভাবে কোনও কাজ হয়নি। আর এই ছবির জন্য অনিল পুত্র হর্ষবর্ধন একেবারে সঠিক বাছাই।'
ছবিতে হর্ষবর্ধনের সঙ্গে জুটি বাঁধবেন নতুন নায়িকা সাইয়ামি। এছাড়াও দেখা যাবে সোনম কাপুর এবং ওয়াহিদা রহমানকে। আগস্ট মাস থেকেই শুরু হবে এই ছবির শ্যুটিং।