জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এ বছর ২৫ পেরিয়ে ২৬-এ পা রেখেছে। ইত্যাদির এই ২৫ বছর পূর্তি উপলক্ষে সাজানো হয়েছে ইত্যাদির আগামী পর্ব। প্রচার হবে ৩০ মে ৮টা ৩০ মিনিটে। যেহেতু এটি ইত্যাদির বিশেষ পর্ব, তাই অনুষ্ঠানটির ব্যপ্তিকাল হবে প্রায় দেড় ঘণ্টা। ফাগুন অডিও ভিশনের একজন মুখপাত্র জানান, ইত্যাদির এই দীর্ঘ পথপরিক্রমায় কখনোই বর্ষপূর্তি, দশকপূর্তি, যুগপূর্তি এমনকি দুই দশক বা দুই যুগপূর্তি উপলক্ষেও কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। দর্শকদের রায় অনুযায়ী ইত্যাদির প্রতিটি অনুষ্ঠানকেই আমরা আয়োজনগতভাবে বা বিষয় বৈচিত্র্যে বিশেষ বলে মনে করি। তবে যে দর্শকের বয়স এখন ২৫ বা তার চেয়ে কম অর্থাৎ এই প্রজন্মের পক্ষে ইত্যাদির সেই অতীতটা না জানারই কথা। সেই অতীত স্মরণ করতেই ২৫ বছর পর ইত্যাদির এই অনুষ্ঠানের আয়োজন। তবে ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আঙ্গিক পরিবর্তন করা হবে না কিংবা অন্যদের মতো নতুন নতুন পদক্ষেপ নেওয়া হবে না। কারণ, ইত্যাদির প্রতিটি অনুষ্ঠানই নতুন নতুন স্থানে, নতুন পরিকল্পনা নিয়ে করা হয়। সেই অর্থে প্রতিটি অনুষ্ঠানই নতুন। ইত্যাদির এই ২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি একটু ভিন্ন আঙ্গিকের হবে। অনুষ্ঠানটি যথারীতি উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। অনুষ্ঠানের শিল্প নির্দেশনায় যথারীতি মুকিমুল আনোয়ার মুকিম। উপস্থাপকের সহকারী হিসেবে ছিলেন রানা ও মামুন। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে ১ জুন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।