অবশেষে 'তারকাঁটা' ছবির মুক্তির তারিখ চূড়ান্ত হলো। মুহাম্মদ মোস্তাফা কামাল রাজ পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ৬ জুন। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এবারই প্রথম এই তিন অভিনয়শিল্পী একসঙ্গে অভিনয় করলেন। নির্মাতা রাজ বলেন, 'এটা আমার স্বপ্নের ছবি। সবশ্রেণীর দর্শকের কথা মাথায় রেখে ছবিটি নির্মাণ করেছি। ছবিটি সবাই এনজয় করবেন বলেই আমার বিশ্বাস।'
পিং-পং এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন শুক্লা বণিক।