লস এঞ্জেলসে গত বুধবার অ্যাঞ্জেলিনা জোলির নতুন ছবি 'মেলফিসেন্ট' এর প্রিমিয়ারে গিয়ে আক্রমণের শিকার হলেন ব্র্যাড পিট। প্রিমিয়ার অনুষ্ঠানে একটি অটোগ্রাফে সাইন করার সময় তাকে পাশ থেকে একজন আক্রমণ করে বলে জানান সেখানের পুলিশ।
আরো জানা গেছে, এ ঘটনার পর ২৫ বছর বয়সী ভিটালি সেদিউক নামে একজনকে সন্দেহমুলক গ্রেফতার করেছে পুলিশ। সেদিউক নামের এই ব্যক্তি এর আগে ২০১২ সালে একটি অনুষ্ঠানে অভিনেতা উইল স্মিথকে চড় মারতে গিয়েছিলেন।