স্বস্তিকার আত্মহত্যার চেষ্টার পরপরই সুমন মুখোপাধ্যায় গ্রেফতার। তাকে ২২ ঘণ্টার পুলিশি জেরা। এই শিরোনামগুলোর সঙ্গে নতুন আরেকটি শিরোনাম যুক্ত হল। এবার হুমকির মুখোমুখি হলেন আরেক নাট্যব্যক্তিত্ব ও পরিচালক কৌশিক সেন।
সুমন মুখোপাধ্যায়ের পুলিশি হেনস্থার প্রতিবাদে সরব হয়েছিলেন কৌশিক সেন। সেই ঘটনার পর থেকে ক্রমাগত তাঁর ফোনে আসতে শুরু করে হুমকি ফোন, হুমকির এসএমএস। শুধু তাই নয় কৌশিক সেন জানিয়েছেন, 'হুমকি ফোন বা এসএমএস নয়। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে চলা তাঁর নাট্যদলের নাট্য উৎসবের পোস্টার ও কিছু হোর্ডিংও খুলে ফেলা হয়েছে অ্যাকাডেমির কর্তৃপক্ষের কথায়।'