আমি আর মা'তে মিমো
আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো আমি মা। অনুষ্ঠানে এবারে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী লামিয়া মিমো ও তার মা। একজন মানুষের সাফল্যের পিছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। এ ছাড়া অনুষ্ঠানে থাকছে আরও বেশ কিছু সেগমেন্ট। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১টা ২০ মিনিটে।
প্রিয়জনের গান-এ 'বাউলা'
বাউলা একটা অনুভূতির নাম। সেই অনুভূতিকে বুকে ধারণ করেই বাংলা ১৪২০ সালের চৈত্রসংক্রান্তিতে 'বাউলা'র জন্ম। বাংলা গান ও বাংলা লোকগান গাওয়ার তাগিদ থেকেই বাউলার যাত্রা শুরু। যার মূলমন্ত্র-প্রাণের টানে, বাংলা গানে। আমরা বাউলা'কে বলে থাকি, বাংলা গান ও বাংলা লোকগান এর দল। যাদের নিয়ে বাউলা, তারা সবাই যার যার নিজ গুণে সংগীত জগতে পরিচিত। 'প্রিয়জনের গান' অনুষ্ঠানটি প্রচার হবে আজ বিকাল ৩টা দেশটিভিতে। গানের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষের সঙ্গে টেলিফোনে আলাপও করতে পারবেন।
তিতলী ও মিথিলার গল্প
আবির একটি প্রাইভেট কোম্পানিতে উচ্চপদে কর্মরত আছেন। মামা এবং ৬ বছরের মেয়ে তিতলীকে নিয়ে তার সংসার। তার স্ত্রী মারা গেছেন বেশ কিছুদিন আগে। আদর যত্নের কোনো রকমের অভাব না থাকলেও তিতলী মাতৃস্নেহ থেকে বঞ্চিত। এমনি চলতে থাকে নাটকের গল্প। কস্তুরী দত্ত মজুমদারের রচনা এবং আবদুলাহ আল মামুনের পরিচালনায় নাটকটির নাম 'তিতলী ও মিথিলার গল্প'। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জেনি, প্রাচুর্য (শিশু) প্রমুখ। নাটকটি প্রচার হবে আজ রাত ৯টায় এস এ টিভিতে।
ঘাসফুল
একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক 'ঘাসফুল'। অঞ্জন আইচের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'ঘাসফুল'-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাদিয়া ইসলাম মৌ, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, শশী, নিশো, মাজনুন মিজানসহ আরও অনেকে।
নাটকটি প্রতি শুক্র এবং শনিবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।
আমি এখন কী করব
অনেকের জীবনে এমন কিছু সমস্যা রয়েছে যা কাছের মানুষের সঙ্গেও শেয়ার করা যায় না। পরিচয় গোপন রাখা সাপেক্ষে সেইসব সমস্যার সমাধান দিতে বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে সরাসরি প্রচারিত হবে 'আমি এখন কী করব?'।
আজকের পর্বের বিষয় 'আপনার সন্তানদের বিশ্বাস অর্জন করবেন কীভাবে?'
বিশিষ্ট অভিনেত্রী সারা যাকেরের উপস্থাপনায় মনোরোগ বিশেষজ্ঞ ড. মেহতাব খানম।