এভারেস্টের চূড়ায়ও উঠেছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। সেটা পরপর দুবার এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি এম এ মুহিত ও প্রথম বাংলাদেশি নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের হাত ধরে। তাদের ভালোলাগার অনুভূতি থেকে এভারেস্ট চূড়ায় 'ইত্যাদি'র লোগো বহন করে নিয়ে যান।
এ প্রসঙ্গে ২০১২ সালের ৩০ নভেম্বর পর্ব প্রচার হয়েছিল। মুহিত তখন বলেন, 'বাংলাদেশের যত টিভি অনুষ্ঠান আছে তার মধ্যে জনপ্রিয়তার দিক থেকে ইত্যাদির স্থান সবার উপরে।
অর্থাৎ জনপ্রিয়তার দিক দিয়ে এটি এভারেস্ট চূড়ার মতোই উচ্চতায় পেঁৗছেছে। সেই অনুভূতি থেকেই এভারেস্টের চূড়ায় 'ইত্যাদি'র লোগো নিয়ে গিয়েছি।