ঐশ্বরিয় রায় বাচ্চন ও ক্যাটরিনা কাইফ এই দুই সুন্দরীই সালমনের প্রাক্তন প্রেমিকা। একসময় দু’জন ছিলেন দু’জনরে চক্ষুশূল। এমনকি 'ধূম থ্রি'-র সেট দেখতে এসে কড়া চোখে ক্যাটরিনাকে মেপেও নিয়েছিলেন ঐশ্বরিয়া। ক্যাটরিনাও ছাড়ার পাত্রী ছিলেন না।
তবে খবর অনুযায়ী, দুবাইয়ের এক জাপানি রেস্তোরাঁয় দুজনকে একসাথে লাঞ্চ করতে দেখা গেছে। জানা গেছে, নিজেদের আসন্ন ছবি নিয়ে আলোচনায় মেতে উঠে ছিলেন ঐশ্বরিয়া। আর ক্যাটরিনা ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যর জন্য টুকটাক শপিংও করেছেন খোশমেজাজে।