'এক থা টাইগার' ছবির পর থেকেই আবারওসালমানের সঙ্গে ছবি করার জন্য পাগল হয়ে যাচ্ছিলেন ক্যাটরিনা। এই উৎকন্ঠার কথা সালমানকেও খুলে জানিয়েছিলেন তিনি। ক্যাটরিনার সেই আর্তি শুনেই সালমান পটিয়ে ফেললেন সাজিদ নাদিয়াওয়ালাকাকে। আর পরিচালক হিসেবে সাজিদের প্রথম ছবিতেই জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা কইফ ও সালমান খান।
জানা গেছে, নিজেদের প্রেম কাহিনিকেই ছবির গল্প বানিয়ে সাজিদকে ছবি করতে বলেছেন সালমান। তবে সাজিদ রাজি হলেও, ছবির গল্পে একটু পরিবর্তন এনে ফিল্মি টাচ দেবেন তিনি। ছবির শ্যুটিং শুরু হবে আগস্ট থেকেই।